Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd মে ২০২৪

পরিচালকের জীবন বৃত্তান্ত

ডাঃ আনন্দ কুমার অধিকারী, ১৯৭২ সালের ১ জুন মাগুড়া জেলার শালিখা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি শালিখা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় প্রথম বিভাগ এবং যশোর শিক্ষা বোর্ডের অধীনে সরকারি বিজ্ঞান কলেজ, যশোর থেকে প্রথম বিভাগ পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পাস করেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডি গ্রি শেষ করেছেন । 

ডাঃ অধিকারী ২৪ অক্টোবর, ১৯৯৯ সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাণিসম্পদ অধিদপ্তরে (ডিএলএস) ভেটেরিনারি সার্জন পদে বিসিএস ক্যাডারের (১৯তম বিসিএস) চাকরিতে যোগদান করেন। চাকুরীকালে তিনি মাগুরা, যশোর, বাগেরহাট, নড়াইল, চাপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, খুলনা এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সদর দপ্তরে ১৯৯৯ থেকে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপুর্ণ পদে সফলতার সহিত দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পরিচালক, কৃত্রিম প্রজনন দপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তরের দায়িত্ব পালন করছেন।